২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২৩, ০৩:২৫ এএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও রোগী ভর্তি

সংগৃহীত ছবি

ক্রমাগত বেড়েই চলেছে ডেঙ্গুর চোখ রাঙানি। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ রোগী। আর  এসময় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৮৩৬ জন ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে এত মৃত্যু ও হাসপাতালে নতুন রোগী দেখলো বাংলাদেশ। এ নিয়ে জুলাইয়ের প্রথম ৯ দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে।  এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৩৬ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৬ জন। অন্যরা রাজধানীর বাইরে বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।  

শনিবার গত ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত রোগ নিয়ে ৮২০ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। আর  গত ৪ জুলাই একদিনে সর্বাধিক ৫ জনের মৃত্যু হয়।

নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৫৪ জনে। আর মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭৩।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র আরও জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭৫০ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ১ হাজার ৯৬৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৮২ জন।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন এবং জুন মাসে ৫ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হন। আর জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন। এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।

এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, রাজধানীর ১২৯টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিতে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার ঝুঁকিপূর্ণ উপস্থিতি পা্ওয়া গেছে। এ অবস্থায় ঢাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি।

এদিকে, এইডিশ মশার বিস্তার নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপেপারেশনের চালানো  তিন ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট ৭টি মামলায় ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

রবিবার (৯ জুলাই) করপোরেশনের আওতাধীন আদর্শ পাড়া, মাদারটেক, আগাসাদেক রোড ও ধলপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

Link copied!