২৪ ঘন্টায় দ্বিগুণ বেড়েছে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২২, ১২:০১ এএম

২৪ ঘন্টায় দ্বিগুণ বেড়েছে ডেঙ্গু রোগী

এডিস মশার কামড়ে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা আবারও বেড়ে গেছে।  বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গত ২৪ ঘন্টায় আরও ৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃধবার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ৪ জন। এনিয়ে চলতি বছর ডেঙ্গু রোগী হিসেবে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৮ হাজার ৪৯০ জন।  এর মধ্যে ১০৫ জন মারা গেছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতেই ৩জন  ও ঢাকার বাইরের হাসপাতালে ৬জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে রাজধানীতে ৩০ জন এবং অন্যরা অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের জুলাই মাসে ১২ জনের মৃত্যু হলেও পরের এক মাসেই (আগস্ট) ৩৪ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত ১০৫ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আইইডিসিআর সূত্রে জানা গেছে, চলতি বছর নভেম্বরে ৪ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। সব মিলিয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে।

Link copied!