অভিশংসন মামলা 'উদ্দেশ্যপ্রণোদিত' : আইনজীবী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২১, ১১:৪১ এএম

অভিশংসন মামলা  'উদ্দেশ্যপ্রণোদিত' : আইনজীবী

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায়, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উসকানী দেওয়ার অভিযোগ ‘সম্পূর্ণ রাাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও 'ভয়ঙ্কর' মিথ্যা' বলে দাবী করেছেন ট্রাম্পের আইনজীবী মিখাইল ভন দার ভেন।

শুক্রবার অভিশংসন মামলার চতুর্থ দিনে ট্রাম্পের আইনজীবীরা বলেন, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা কোনো অভিযোগই সত্য নয়। ট্রাম্প সহিংসতার জন্য কোনো নির্দেশ দেননি। মানসিকভাবে সুস্থ কোনও ব্যক্তি এই অভিযোগ করতে পারেনা যে, সশস্ত্র হামলার মধ্য দিয়ে তিনি রাষ্ট্রক্ষমতা দখলের কোনো চেষ্টা করেছেন। ট্রাম্প মার্কিন সংবিধানে নিশ্চিত করা মতপ্রকাশের স্বাধীনতার সঠিক ব্যবহার করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন দণ্ড আরোপ করা যায় না।

দ্রুততার সাথে অভিশংসন মামলা শেষ করার জন্য  ট্রাম্পের আইনজীবীরা বরাদ্দকৃত ১৬ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টারও কম সময়ে তাদের যুক্তি উপস্থাপন শেষ করেন। ট্রাম্প নিজে আদালতে উপস্থিত হয়ে মামলা মোকাবেলা করবেন না বলে আগেই জানিয়েছেন। এদিকে সিনেটে বেশিরভাগ রিপাবলিকান বলেছেন, তারা ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবেন না।

 

তথ্যসূত্র: বিবিসি

Link copied!