টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইলন মাস্ক ও প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে নতুন গঠিত মন্ত্রণালয় ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব পাচ্ছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই জোর গুঞ্জন ওঠে, এবার সরকারি কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন ইলন মাস্ক।
মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব দেওয়া হচ্ছে।
বিবৃতিতে ট্রাম্প বলেছেন, মাস্ক ও বিবেক আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন, অতিরিক্ত নিয়মনীতি কমাবেন, অবচয়জনিত ব্যয় হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন।
নতুন এই মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, সরকারি সংস্থার সীমাবদ্ধতার বাইরে থেকে তাঁরা কাজ করবেন। তাঁদের কাজ শেষ হবে ২০২৬ সালের ৪ জুলাই। একে আমেরিকার স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকীতে একটি উপহার হিসেবে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প।
নির্বাচনী প্রচারের সময়েই ট্রাম্প বিভিন্ন সমাবেশে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মাস্ককে তার প্রশাসনে বড় দায়িত্ব দেবেন যাতে সরকারি দক্ষতা বৃদ্ধি পায়।