ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কোর প্রায় চার বছরের আগ্রাসন শেষ করতে কোনো চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে ভূমি হস্তান্তর করার আইনি বা নৈতিক অধিকার কিয়েভের নেই। তিনি সোমবার (৮ ডিসেম্বর) এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জেলেনস্কি বলেন, "আমরা কি কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার কল্পনা করতে পারি? এমনকি ইউক্রেনের আইন, সংবিধান এবং আন্তর্জাতিক আইনের অধীনে আমাদের এ ধরনের কোনো আইনি অধিকার নেই। আর আমাদের নৈতিক অধিকারও নেই।"
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এই বিষয়ে সমঝোতা খুঁজে বের করার চেষ্টা করছে, তবে রাশিয়ার ভূখণ্ড দাবি মেনে নেওয়ার বিষয়ে ইউক্রেন রাজি নয়। "রাশিয়া দাবী করছে আমরা যেন ভূখণ্ড ছেড়ে দিই, কিন্তু আমরা কিছুই দিতে চাই না। এ জন্যই আমরা লড়াই করছি," জেলেনস্কি বলেন।
প্রেসিডেন্ট আরও জানান, ভূখণ্ড বিষয়ক সমস্যা জটিল এবং এখনও কোনো সমঝোতা হয়নি। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ইউক্রেনীয় ভূখণ্ডের প্রশ্নই আলোচনার সবচেয়ে জটিল অংশ। কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা বিষয়টিও আলোচনার মূল বিবাদে অন্যতম।
লন্ডনে বৈঠক শেষে জেলেনস্কি ব্রাসেলসে যান ন্যাটো ও ইউরোপীয় কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনার জন্য। তিনি জানান, ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত ২০টি প্রস্তাব নিয়ে কাজ করছেন, এবং পাল্টা প্রস্তাব মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ওয়াশিংটনে পাঠানো হতে পারে।