সন্ত্রাসী হামলা করতে পারে এমন সন্দেহে পাকিস্তানের লাহোর থেকে ৪ গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী হামলার হুমকির কয়েকদিনের মাথায় এ ঘটনা ঘটলো।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতরা করাচির বাসিন্দা। তারা পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলো। গ্রেফতারকালে তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
চলতি মাসের শুরুতে সিন্ধু প্রদেশের 'সন্ত্রাস দমন শাখা'র তদন্তে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার কথা জানিয়ে সতর্কতা জারি করে স্থানীয় পুলিশ। সিন্ধু প্রদেশের পুলিশ প্রধান মোশতাক আহমেদ মাহা এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বরে একটি নাশকতার ঘটনা ঘটতে পারে বলে সতর্কতা জারি করেন। সেসময় সিন্ধুর রেলস্টেশন, বাস টার্মিনাল, বাজার ও জনসমাগম হয় এমন জায়গাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। এ কারণে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত আগস্ট মাস থেকেই পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান গ্রহণ করে।
উল্লেখ্য, সম্প্রতি সন্ত্রাসী হামলার হুমকির কারণে পাকিস্তানে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ক্রিকেট সিরিজ বাতিল করা হয়।