এপ্রিল ২৬, ২০২৫, ০৫:২৩ পিএম
ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের শাহিদ রাজাই বন্দরে একটি ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। বিস্ফোরণটি শনিবার দুপুরের দিকে বন্দরের একটি অফিস ভবনে ঘটে, যার ফলে আশেপাশের ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর কালো ধোঁয়ার মেঘ আকাশে উঠছে এবং বিস্ফোরণের তীব্রতা কয়েক কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী দুপুরে এই ঘটনা ঘটে, এবং তাৎক্ষণিকভাবে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
ইরানের জাতীয় জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র মোজতবা খালেদি জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহরদাদ হাসানজাদেহ জানিয়েছেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই বিস্ফোরণে জ্বালানি অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। শাহিদ রাজাই বন্দর ইরানের অন্যতম প্রধান বন্দর, যা বছরে প্রায় ৮০ মিলিয়ন টন পণ্য পরিবহন করে।