পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্তের দাবি পাকিস্তানের, অভিযোগ ‍‍`রাজনৈতিক উদ্দেশ্য‍‍`র

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৫, ০৪:১৬ পিএম

পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্তের দাবি পাকিস্তানের, অভিযোগ ‍‍`রাজনৈতিক উদ্দেশ্য‍‍`র

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যাকাণ্ডের ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই ঘটনার পেছনে ইসলামাবাদ ও জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকে দায়ী করেছে দিল্লি।

এ প্রেক্ষিতে, আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান যেকোনো ধরনের তদন্তে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

খাজা আসিফ অভিযোগ করেন, "ভারত কোনো সুনির্দিষ্ট তদন্ত কিংবা প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলছে।" তাঁর দাবি, ভারতের আসল উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে মনোযোগ সরিয়ে নেওয়া এবং সিন্ধু জলচুক্তি স্থগিত করার ক্ষেত্র তৈরি করা।

পাকিস্তানের পক্ষ থেকে এই বক্তব্য আসার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!