শনিবার (২৬ এপ্রিল) সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেন জামায়াতের প্রতিনিধি দল। ইউএনবি
জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কোনো অবস্থাতেই হাতছাড়া করা উচিত নয়।
শনিবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতের সঙ্গে আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা এক ঐতিহাসিক মুহূর্তে আছি। আমাদের জন্য এই সুযোগ তৈরি করে দেওয়া সাহসী শহীদদের কাছে আমরা ঋণী। এটিকে অবশ্যই হাতছাড়া করা উচিত নয়।’
তিনি বলেন, এই সুযোগকে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজে লাগানো উচিত, যেখানে কেউ নিপীড়নের মুখোমুখি হবে না এবং কাউকে বিচারবহির্ভূত শাস্তির মুখোমুখি হতে হবে না।
অধ্যাপক রীয়াজ বলেন, তারা দ্রুত একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাতে আগ্রহী।
তিনি বলেন, ‘আমরা আলোচনা করব এবং সংলাপের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো একটি জাতীয় ঐকমত্যে পৌঁছানোর দিকে এগিয়ে যাওয়া।’
তিনি আরও বলেন, ‘এই প্রক্রিয়ায় আমরা সবাই একসঙ্গে আছি। একটি সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছি। এটি কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়। প্রকৃতপক্ষে, এটি কেবল রাজনৈতিক দলের বিষয় নয়—এটি সকলের সঙ্গে সম্পর্কিত। আমরা জাতির আকাঙ্ক্ষা প্রতিফলিত করার চেষ্টা করছি।’
প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, সকলের লক্ষ্য একই। ‘আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি এবং সামষ্টিক সাফল্য আমাদের আন্তরিক যৌথ প্রচেষ্টার উপর নির্ভর করছে।’
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় আলোচনা শুরু হয়।