এপ্রিল ২২, ২০২৫, ০২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের একটি ফ্ল্যাট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কলাবাগান থানার এসআই ইকবাল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে ২৪ বছর বয়সী পিনাক রঞ্জন সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পিনাক রঞ্জন চারুকলার ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সের ছাত্র ছিলেন। তারা কয়েকজন মিলে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নম্বর বাসার নবম তলার একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। পিনাক রঞ্জনের বাড়ি ময়মনসিংহ শহরে; তার বাবার নাম রঞ্জন সরকার।
এসআই ইকবাল হোসেন বলেন, “পুলিশ রাতে খবর পেয়ে ওই বাসায় গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় পিনাক রঞ্জনের লাশ উদ্ধার করে।”
মরদেহের সুরতহাল প্রতিবেদনে বিষয়টিকে ‘আত্মহত্যা হিসেবে’ বর্ণনা করেছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য রাত পৌনে ১টার দিকে পুলিশ কনস্টেবল জাহিদ, রঞ্জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।