সর্বকালের রেকর্ড ভেঙ্গেছে সোনার দাম

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৫, ০৬:১০ পিএম

সর্বকালের রেকর্ড ভেঙ্গেছে সোনার দাম

ছবি: সংগৃহীত

সর্বকালের রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম।

মঙ্গলবার আউন্স প্রতি এর দাম সাড়ে তিন হাজার পাউন্ড এর রেকর্ড অতিক্রম করে। অর্থনৈতিক সংকটকালে নিরাপদ বিনিয়োগ সোনাকেই সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়। 

দাম বেড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারে রেকর্ডের দিনে স্থানীয় বাজারেও ভালো মানের সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং শেয়ার বাজারগুলোর সাম্প্রতিক পতনের কারণে সোনায় বিনিয়োগের পরিমাণ অনেকে বেড়ে যাওয়ার কারণেই এভাবেই দাম বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।

চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রভাব কি বিশ্বব্যাপী দেখা যেতে পারে বলেই আশঙ্কা আছে। একইসঙ্গে সিংহভাগ অর্থনীতিবিদ মনে করেন এই প্রভাব অত্যন্ত নেতিবাচক হবে।

Link copied!