এপ্রিল ২৬, ২০২৫, ০৪:২২ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার নামে থাকা মামলা বাতিল হলেও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো কেন বাতিল হচ্ছে না—এই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে "ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর?" শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ)। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন।
রিজভী বলেন, "বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা আজও প্রত্যাহার করা হয়নি। অথচ ক্ষমতাসীনদের সুবিধা অনুযায়ী মামলা বাতিল হচ্ছে।"
তিনি আরও মন্তব্য করেন, "ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন—সরকারের এই বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। জনগণকে ধোঁকা দিতেই এ ধরনের কথা বলা হচ্ছে।"