ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গান্তৎজের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১০, ২০২৪, ০৯:৩৪ এএম

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গান্তৎজের পদত্যাগ

বেনি গান্তৎজ

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গানৎজ।

গতকাল রোববার (৯ জুন) রাতে এই মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষক-মহলে এক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্তকে ‘কঠিন ও বেদনাদায়ক’ উল্লেখ করে সংবাদ সম্মেলনে গানৎজ বলেন, “প্রকৃত বিজয়ের দিকে এগোতে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। তাই ভারাক্রান্ত হৃদয়ে এবং প্রবল আত্মবিশ্বাসে আমরা পদত্যাগ করলাম।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু

যা বললেন নেতানিয়াহু
সংবাদ সম্মেলনে গান্তজের বক্তব্যকে ‘অনর্থক’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, “এমন বক্তব্য ইসরায়েলের জন্য পরাজয়ের শামিল। এর আগে বেনি গান্তজকে আমি পদত্যাগ না করার জন্য বলেছিলাম।”

চলতি সপ্তাহের শনিবার বেনি গান্তজের পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা ছিল। তবে এদিন গাজায় নজিরবিহীন হামলা চালিয়ে ৪ জিম্মিকে উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। এতে ২৮৪ ফিলিস্তিনি নিহত হন।

যে কারণে গান্তৎজের পদত্যাগ
প্রকৃত অর্থে নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন বেনি গান্তৎজ। এর আগে গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা ঘোষণার জন্য নেতানিয়াহুকে ৮ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তিনি।

যা বলছেন বিরোধীরা
গান্তৎজের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকার বদলের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

গাজায় নিহতের সবশেষ তথ্য
গাজায় ৮ মাস ধরে চলতে থাকা ইসরায়েলি অভিযানে ৩৭ হাজার ৮৪ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮৪ হাজার ৪৯৪ জন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক এবং নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রতিক্রিয়াস্বরূপ সেদিনই যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গঠন করা হয় জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা। একে কেন্দ্র করে শুরু থেকেই মন্ত্রিসভায় বিভক্তি ছিল।

সূত্র: আলজাজিরা

Link copied!