ভূমিকম্পে কাঁপল দিল্লি, মাত্রা ছিল ৪ দশমিক ২

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০১:০০ পিএম

ভূমিকম্পে কাঁপল দিল্লি, মাত্রা ছিল ৪ দশমিক ২

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়া দিল্লিতে মৃদু ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে আশপাশের অনেক এলাকা থেকে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দিল্লির নাঙ্গলোই জাট থেকে ৫ দশমিক ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, করোল বাগ থেকে ৮ দশমিক ৩ কিলোমিটার পশ্চিমে, নয়া দিল্লি থেকে ১১ দশমিক ৫ কিলোমিটার পশ্চিম দিকে, রোহিণী থেকে দক্ষিণ দক্ষিণ-পূর্বে এবং দিল্লি থেকে ১২ দশমিক ২ কিলোমিটার পশ্চিমে।

কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা পিটিআই লিখেছে, ধৌলা কুয়ানের দুর্গাবাঈ দেশমুখ বিশেষ শিক্ষা কলেজের কাছেই এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। ওই এলাকার কাছে একটি হ্রদ রয়েছে, যেখানে দুই-তিন বছরে একবার করে মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে। ২০১৫ সালে সেখানে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি ও আশপাশের এলাকার বাসিন্দাদের ‘শান্ত থাকার’ পাশাপাশি সুরক্ষা সতর্কতা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি এক্স পোস্টে লিখেছেন, “দিল্লি ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকতে এবং সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে।”

এনডিটিভি লিখেছে, ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

‘সবই কাঁপছিল’

নয়া দিল্লি রেলওয়ে স্টেশনের এক দোকানি বার্তা সংস্থা এএনআইকে বলেন, “সবই কাঁপছিল। ভোক্তারা চিৎকার করছিল।”

স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা এক যাত্রী বলেন, মনে হচ্ছিল ‘মাটির নিচ দিয়ে ট্রেন ছুটছে’।

গাজিয়াবাদের এক বাসিন্দা বলেন, সেখানে কম্পন ছিল ‘খুবই শক্তিশালী’। এর আগে কখনোই তিনি এমন ভূমিকম্প দেখেননি। পুরো ভবনই কাঁপছিল।

দিল্লি কেন উচ্চ ঝুঁকিতে

ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) দৃষ্টিতে দিল্লি উচ্চ ভূমিকম্প অঞ্চলে (জোন ৪) অবস্থিত।

এর আগে গত ২৩ জানুয়ারি চীনের তিব্বতে ৮০ কিলোমিটার গভীরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হলে ভারতের রাজধানীজুড়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়।

এর দুই সপ্তাহ আগে ১১ জানুয়ারি আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পরে দিল্লি এবং আশপাশে মৃদু কম্পন অনুভূত হয়েছিল। 

Link copied!