ইরানে আকাশ থেকে পড়ছে মাছ

আন্তর্জাতিক ডেস্ক

মে ৯, ২০২৪, ০৬:২৮ পিএম

ইরানে আকাশ থেকে পড়ছে মাছ

ছবি: সংগৃহীত

আকাশ থেকে বৃষ্টির মতো পড়ছে মাছ । এমনই উদ্ভট এক ঘটনা ঘটেছে ইরানে। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। তবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি রাস্তায় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। এ সময় হঠ্যাৎ আকাশ থেকে টপটপ করে জীবিত মাছ পড়ছে রাস্তায়।

এই ভিডিও পোস্ট করে এক নেটিজেন বলেন, “আচমকা ইরানে মাছ বৃষ্টি হল। ইরানের ইয়াসুজ এলাকায় বৃষ্টি হওয়ার পরেই রাস্তায় মাছ পড়তে দেখা যায়। তবে এর কারণ এখনও জানা যায়নি।”

তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি ঘটে যখন একটি টর্নেডো সমুদ্রের পানির ওপর দিয়ে যায়। টর্নেডোর প্রচন্ড শক্তি পানির সঙ্গে ব্যাঙ, কাঁকড়া বা ছোট মাছ তুলে অনেক উচ্চতায় নিয়ে যায়। তারপর কোনো এক জায়গায় বৃষ্টির সঙ্গে পড়ে। ইরানেও তাই হয়েছে।

Link copied!