ইরানের প্রেসিডেন্ট আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

মে ২০, ২০২৪, ১০:৪৬ এএম

ইরানের প্রেসিডেন্ট আর নেই

গত ১৯ মে ইব্রাহিম রাইসি। ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন বলে ইরানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।

বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা অন্যরা নিহত হয়েছেন।

গত ১৯ মে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আখিয়েভের সঙ্গে বৈঠক করেন ইব্রাহিম রাইসি। ছবি: এএফপি

আল জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সরদার বলেছেন, “সোমবার সকালে হেলিকপ্টারটি ভস্মীভূত অবস্থায় পাওয়া গেছে। সেখানে জীবিত কারও থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আমরা দেখতে পেয়েছি, হেলিকপ্টারটির পুরো কেবিনই পুড়ে গেছে।”

আরও পড়ুন: রাইসির পর কে হবেন ইরানের প্রেসিডেন্ট

এদিকে ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ঘটনায় ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা নীরব থাকলেও শোক জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদুরো উল্লেখ করেছেন, রাইসি ছিলেন ‘ভেনিজুয়েলার নিঃস্বার্থ বন্ধু’।

সূত্র: এপি

Link copied!