হাফিজ সাঈদকে চেয়ে ভারতের আনুষ্ঠানিক অনুরোধ

রয়টার্স

ডিসেম্বর ৩০, ২০২৩, ০২:২৯ পিএম

হাফিজ সাঈদকে চেয়ে ভারতের আনুষ্ঠানিক অনুরোধ

ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে ২০০৮ সালের হামলার ঘটনায় সন্দেহভাজন হাফিজ সাঈদকে প্রত্যর্পণের জন্য পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ভারত। তাঁর বিরুদ্ধে ভারতে বিচারকাজ চালাতে এ অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এ কথা বলেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাগচী বলেছেন, ‘আমরা এ-সংক্রান্ত সহায়তা চেয়ে পাকিস্তান সরকারকে প্রয়োজনীয় নথি পাঠিয়েছি।’

ডনের পক্ষ থেকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেন, তথাকথিত মানি লন্ডারিং মামলায় সাঈদকে প্রত্যর্পণ করতে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে। তিনি আরও বলেন, এটা লক্ষণীয় যে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি নেই।

এর আগে গত বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলন চলাকালে হাফিজ সাঈদের প্রত্যর্পণ নিয়ে ভারতের অনুরোধ সম্পর্কে জানতে চাওয়া হলে বালুচ বলেছিলেন, ‘অনুমানভিত্তিক খবরের ভিত্তিতে এ প্রশ্ন করা হচ্ছে। আমরা এ ধরনের উড়োখবর নিয়ে মন্তব্য করতে চাই না।’

যুক্তরাষ্ট্র ও ভারত ২০০৮ সালে মুম্বাইয়ে হামলার পরিকল্পনাকারী হিসেবে হাফিজ সাঈদকে দায়ী করে থাকে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বেশ কিছু সন্ত্রাসী হামলায় অর্থায়ন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। তিনি পাকিস্তানভিত্তিক উগ্রপন্থী সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম প্রতিষ্ঠাতা। সাঈদ পাকিস্তানের ইসলামি সংগঠন জামায়াত উদ দাওয়ার (জেইউডি) প্রধানও।

২০১৭ সালের শুরুর দিকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার জেইউডির বিরুদ্ধে ধরপাকড় শুরু করে এবং সাঈদকে গৃহবন্দী করা হয়। ২০১৭ সালের নভেম্বরে লাহোর হাইকোর্ট তাঁর বন্দিদশার মেয়াদ বাড়াতে রাজি হননি। পরে তিনি মুক্তি পান।

২০১৯ সালের জুলাইয়ে লাহোর থেকে গুজরানওয়ালায় যাওয়ার পথে হাফিজ সাঈদকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী বিভাগ (সিটিডি)। সন্ত্রাসবিরোধী আদালত ২০২২ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে ৩৩ বছরের কারাদণ্ড ঘোষণা করেন।

 

Link copied!