দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন চালু করল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩, ২০২৩, ০২:০০ এএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন চালু করল ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম দ্রুতগতির বুলেট ট্রেন চালুর কৃতিত্ব এখন ইন্দোনেশিয়ার। বেশ কয়েকবার উদ্বোধনের তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ (২ অক্টোবর) থেকে দেশটিতে বুলেট ট্রেন চলা শুরু করেছে। দ্রুতগতির এ যান দেশটির দুটি বৃহত্তম শহরকে যুক্ত করবে। 

সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

চীনের সহায়তায় কয়েক ৭৩০ কোটি ডলারের এই প্রকল্পকে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ‍‍`ইন্দোনেশিয়ার পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নের প্রতীক‍‍` হিসেবে অভিহিত করেছেন।

এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ প্রজেক্টের অংশ হিসেবে ইন্দোনেশিয়ায় বুলেট ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। ট্রেনটি রাজধানী জাকার্তা থেকে যাত্রা শুরু করে দ্বিতীয় বৃহৎ শহর পশ্চিম জাভার বান্দুং পর্যন্ত চলাচল করবে।

১৩৮ কিলোমিটার দীর্ঘ রেললাইনে চলাচলকারী এই উচ্চ গতির ট্রেনটির আনুষ্ঠানিক নাম ‘হুশ’।

ইন্দোনেশিয়ায় এর মানে হচ্ছে সময় বাঁচিয়ে সর্বোচ্চ কার্যকরী নির্ভরযোগ্য ব্যবস্থা। সম্পূর্ণ বৈদ্যুতিক চালিত এই ট্রেন প্রতি ঘণ্টায় প্রায় ২২০ মাইল গতিতে ছুটতে পারে। এতে জাকার্তা থেকে বান্দুং যেতে তিন ঘণ্টার পরিবর্তে সময়ে লাগবে মাত্র এক ঘণ্টারও কম। 

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ট্রেনটি ভূমিকম্প, বন্যা বা অন্যান্য জরুরি যেকোনো পরিস্থিতির উদ্ভব হলে সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে পারবে।

রাজধানীর কেন্দ্রীয় রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট উইদোদো বলেন, ‘জাকার্তা-বানদুং বুলেট ট্রেন যোগাযোগ ব্যবস্থার একটি মাইলফলক। এটি গণপরিবহনের আধুনিকায়নের প্রতীক, যার মাধ্যমে অন্যান্য পরিবহন ব্যবস্থার সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপিত হবে।’

ট্রেনটি একসাথে ৬০০ যাত্রী পরিবহণ করতে পারবে বলেও জানান উইদোদো।

Link copied!