জোটের সদস্য হতে ইউক্রেনকে উপায় বলে দিলো ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৬, ২০২৩, ০৮:০৭ পিএম

জোটের সদস্য হতে ইউক্রেনকে উপায় বলে দিলো ন্যাটো

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উত্তর আটলাটিন্টক নিরাপত্তা জোট বা ন্যাটোর সদস্য হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধচলাকালেও একাধিকবার চেষ্টা চালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সফল হতে পারেনি।

এবার ন্যাটোর সদস্য পদ পেতে ইউক্রেনকে একটি পরামর্শ দিয়েছেন  সামরিক জোট ন্যাটোর মহাসচিবের চিফ অব স্টাফ স্টেইন জ্যানসেন।

তুরষ্কের বহুল প্রচারিত সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলার নরওয়ের রাজধানীতে  এক গোলটেবিল বৈঠকে ন্যাটো মহাসচিবের চিফ অব স্টাফ বলেন, “চলমান যুদ্ধে রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড দখল করেছে, ইউক্রেন চাইলে সেই ভূখণ্ডের আশা ত্যাগ করতে পারে। বিনিময়ে দেশটি ন্যাটোর সদস্যপদ লাভ করতে পারে।”

স্টেইন জ্যানসেন বলেন, “আমি মনে করি— ভূখণ্ডের আশা ত্যাগ করে (রাশিয়া যে ভূখণ্ড দখল করে নিয়েছে) ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারে। এটি একটি সম্ভাব্য সমাধান হতে পারে।” এসময় তিনি আরও বলেন, “এটি কেবলই অনেকগুলো সমাধানের একটি সমাধান এবং কোনোভাবেই ন্যাটোর অফিশিয়াল অবস্থান নয়।”

ন্যাটো মহাসচিবের এই চিফ অব স্টাফ আরও বলেন, “ তবে ইউক্রেনেরই একমাত্র এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তারাই সিদ্ধান্ত নেবে কোন শর্তে তারা আলোচনা করবে।

তিনি আরও বলেন, এটি কেবলই অনেকগুলো সমাধানের একটি সমাধান এবং কোনোভাবেই ন্যাটোর অফিশিয়াল অবস্থান নয়।

এদিকে, ন্যাটোর মহাসচিবের চিফ অব স্টাফ স্টেইন জ্যানসেনের এই মন্তব্যের  তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো ফেসবুকে লিখেছেন, ‘ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে দিয়ে ন্যাটোয় যোগ দেওয়ার যে আলাপ তা পুরোপুরি অগ্রহণযোগ্য।’এছাড়া, দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে তার মন্তব্যের বিপরীতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে।

 

Link copied!