ডোনাল্ড ট্রাম্প নাম শুনলেই চোখের সামনে সামনে ভেসে ওঠে মার্কিন প্রেসিডেন্টের প্রতিচ্ছবি- অর্থাৎ ক্ষমতার এক প্রতিবিম্ব। কিন্তু ট্রাম্প অন্য মার্কিন প্রেসিডেন্টদের তুলনায় কিছুটা ভিন্ন, একেবারেই আলাদা বলা যায়।
তিনি প্রথমে ব্যবসায়ী, এরপর রাজনীতিবিদ। ডোনাল্ড ট্রাম্প আসলে একজন ধনকুবের এবং তার রিয়েল এস্টেট ব্যবসা ছড়িয়ে-চিটিয়ে রয়েছে বিশ্বের নানা প্রান্তে।
নিউইয়র্কের হার্টল্যান্ড ম্যানহাটনের সুউচ্চ ট্রাম্প টাওয়ার হয়েতা অনেকেই কাছেই পরিচিত। কিন্তু অনেকেরই হয়তো অজানা যে, ট্রাম্পের ফ্ল্যাট, হোটেল ও গলফের ব্যবসা ছড়িয়ে রয়েছে দুনিয়াজুড়েই। উত্তর ও দক্ষিণ আমেরিকাতো বটেই, ইউরোপ ও এশিয়ার বহু দেশে ছড়িয়ে রয়েছে তার বিলাসবহুল ফ্ল্যাট, হোটেল ও গলফের কারবার।
আর সেই ব্যবসা এবার পৌঁছে গেছে বাঙালি মুলুকে। খোদ কলকাতার শহরে নির্মিত হচ্ছে বহুতল আবাসিক ভবন ট্রাম্প টাওয়ার। আর সেই টাওয়ারে ফ্ল্যাট বুকিং দিতে রীতিমতো হুড়োহুড়ি লেগে গেছে।
কলকাতা শহরের রুবির মোড় থেকে ইএম বাইপাস ধরে যাওয়ার পথে সায়েন্স সিটির একেবারে পাশেই দেখা মিলবে বহুতল এই ভবনের। লোহার ফটকে সোনালি রংয়ে লেখা ট্রাম্প টাওয়ার কলকাতা।
ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সংস্থা ‘দ্য ট্রাম্প অরগানাইজ়েশন’নির্মাণ করছে ৩৮ তলা এই ভবন। এরি মধ্যে ভবনটি মাথা উঁচু করে দাড়িয়েছে। আর ট্রাম্পের নাম যুক্ত থাকায় তড়তড়িয়ে বাড়ছে এই ভবনের ফ্ল্যাটের দাম। কেউ কেউ রীতিমতো অগ্রিম বুকিংও সেরে ফেলেছেন।
এই ভবনটি প্রথমে নির্মাণকাজ শুরু করে ভারতীয় নির্মাণ সংস্থা ইউনিমার্ক। এরপর ২০১৬ সালে ইউনিমার্কের সঙ্গে যুক্ত হয় ট্রাম্প অর্গানাইজেশন। এরপরই প্রকল্পে নাম বদলে হয় ট্রাম্প টাওয়ার কলকাতা। বহুতল এ ভবনের কাজ দেখতে এরি মধ্যে কলকাতা ঘুরে গেছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়র।
গত সেপ্টেম্বর মাসেই নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরে সময় বাড়ানো হয়েছে। আর এই ফাঁকেই চলছে ফ্ল্যাট বুকিংয়ের কাজ। ট্রাম্পের নাম দেখে অনেকে নির্মাণাধীন ভবনে বুকিং সেরে ফেলছেন। ট্রাম্প টাওয়ারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো- এর অবস্থান। প্রধান ফটক দিয়ে বেরিয়ে কিছুটা এগোলেই ‘মা’ উড়ালপুল। উল্টো দিকে বাসন্তী হাইওয়ে। একটি রাস্তা সোজা চলে গেছে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরের দিকে।
নির্মাণাধীন ট্রাম্প টাওয়ায়ের পাশেই রয়েছে বিলাসবহুল একটি বহুতল ভবন। এ ছাড়া আশেপাশে আর কোনও গগনচুম্বী বহুতল নেই। ফলে ‘ট্রাম্প টাওয়ার’ থেকে কলকাতা মহানগরীর বিস্তীর্ণ অংশ দেখা যায়।
আরও পড়ুন: পুরুষের চেয়ে নারীর মস্তিস্কের পুরুত্ব কম: অক্সফোর্ডের গবেষণা
ট্রাম্প টাওয়ারে ফ্ল্যাট বুকিং দেওয়াদের একজন হলেন ৬০ বছরের পুনম দত্ত। নিউ ইয়র্ক টাইম্সকে তিনি বলেন, ট্রাম্পের নাম দেখেই আমরা ওই বহুতলের মান সম্পর্কে নিশ্চিত হয়েছিলাম। ট্রাম্প টাওয়ার-এ ফ্ল্যাট থাকা আমাদের কাছে বিরাট ব্যাপার।
ট্রাম্প টাওয়ার কলকাতায় রয়েছে চার থেকে পাঁচ বেডরুমের ফ্ল্যাট। একেকটির দাম আকার ও মানভেদে সোয়া চার কোটি থেকে সাড়ে আট কোটি বাংলাদেশি টাকা। এর আগে ভারতের মুম্বই ও পুণেতে দুটি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়েছে।