জুন ২১, ২০২৪, ১২:৪৪ পিএম
গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রভাব নিয়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়ায় যুক্তরাষ্ট্রের একজন অধ্যাপককে বরখাস্তের ঘটনা ঘটেছে। বরখাস্ত হওয়া ওই অধ্যাপকের নাম অ্যান ডি’অ্যাকুইনো। দেশটির শিকাগো অঙ্গরাজ্যের ডি’পল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যবিজ্ঞান বিভাগে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন তিনি। চলতি মাসে তাকে এই বিভাগে পড়াতে না করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মে মাসে অ্যান ডি’অ্যাকুইনো একটি ঐচ্ছিক অ্যাসাইনমেন্ট উপস্থাপন করেছিলেন। তাতে তিনি শিক্ষার্থীদের মানব স্বাস্থ্য ও জীববিজ্ঞানের ওপর গাজার গণহত্যার প্রভাব নিয়ে মূল্যায়নের অ্যাসাইনমেন্ট দেন।
নিজের বরখাস্ত হওয়াকে বিদ্যায়তনিক স্বাধীনতার লঙ্ঘন ও ফিলিস্তিন ইস্যুতে যেকোনও আলোচনাকে ইহুদিবিরোধী মিথ্যা দাবিতে পরিণত করার প্রচেষ্টা বলে আখ্যায়িত করেছেন ডি’অ্যাকুইনো। এই ঘটনার পর এই অধ্যাপকের সমর্থনে প্রায় ৫০ শিক্ষার্থী ডি’পল বিশ্ববিদ্যালয়ের আশপাশে জমায়েত হন। তারা ফিলিস্তিনি পতাকা নাড়ছিলেন এবং তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, একাডেমিক স্বাধীনতা লঙ্ঘন করা চলবে না।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রশাসনিক কার্যালয়ে ডি’অ্যাকুইনোকে ফিরিয়ে আনার দাবি নিয়ে এঁকোটি পিটিশন দাখিল করে। এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনও জবাব আসেনি।
সূত্র: সিবিএস, ফক্স