এপ্রিল ২৮, ২০২২, ১২:৩০ পিএম
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটিতে দুই শতাধিক সাইবার হামলা চালিয়েছে রুশ সরকারসংশ্লিষ্ট হ্যাকাররা। মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের পক্ষ থেকে গতকাল বুধবার এমনটি জানানো হয়েছে।
মাইক্রোসফট জানায়, ‘হাইব্রিড’ যুদ্ধের কৌশলে রাশিয়া প্রায়শই যুদ্ধক্ষেত্রে সামরিক হামলার সঙ্গে সাইবার আক্রমণ করে।
রাশিয়ার এ ধরনের হামলা ঠেকানোর জন্য ইউক্রেনের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা মাইক্রোসফট আরও বলেছে, ‘আগ্রাসন শুরুর ঠিক আগ মুহূর্ত থেকে আমরা রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৬ দেশ থেকে ২৩৭ বারের বেশি সাইবার হামলা করতে দেখেছি।’
মাইক্রোসফট জানায়, ইউক্রেনে হামলার প্রথম সপ্তাহে রুশ হ্যাকাররা একটি প্রধান ইউক্রেনীয় মিডিয়ায় সাইবার হামলা চালায়। ওই দিন রুশ সামরিক বাহিনী ইউক্রেনের ‘বিভ্রান্তিমূলক’ লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করে এবং কিয়েভের একটি টিভি টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেয়।
মার্কিন প্রযুক্তি কোম্পানির দাবি, এ ধরনের সমন্বিত আক্রমণের লক্ষ্য ছিল ইউক্রেনীয় সরকার ও সামরিক কার্যাবলি ব্যাহত করা। পাশাপাশি জনগণের আস্থা নষ্ট করা।