আগস্ট ৩০, ২০২১, ০৪:৪০ পিএম
আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ‘ইসলামে সংগীত নিষিদ্ধ ’বলে যে বক্তব্য দিয়েছেন তার প্রমাণ দিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত তারকা আদনান সামি।
আফগানিস্তান দখল করার পর তালেবানের ভয়ে দেশ ছাড়তে দেশটির রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় প্রতিদিনিই ভিড় করছেন শত শত আফগান নাগরিক। ধর্মীয় স্বাধীনতা, গণতান্ত্রিক ও সামাজিক অধিকার ক্ষুন্ন হওয়ার ভয়ে বা তালেবানের হাতে অত্যাচারিত ও শোষিত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় এসব আফগান নাগরিক দেশ ছেড়ে নিরাপদে অন্য কোনো দেশে চেলে যেতে চাইছেন। এসব দেশত্যাগীদের মধ্যে কবি, সাহিত্যিক ও সংগীত শিল্পীও রয়েছেন।
কাবুল দখল করে শাসন ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দুইদিন পর আফগান নাগরিকদের অভয় দিয়ে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, তারা আফগানদের প্রতি কোনো বিমাতাসূলভ আচরণ করবে না। ধর্মীয় রীতি মেনে আফগানরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারবেন।
তালেবান মুখপাত্র নারীদেরও তাদের নিজ নিজ কাজে যোগ দিতে বলেন। এমনকী নারী সাংবাদিকদের কাজে কোনো বাধা দেওয়া হবে না বলেও জানান তিনি।
তবে সম্প্রতি আফগানিস্তানে তালেবানের হাতে সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটেছে। দেশটির প্রথম বেসরকারি টেলিভিশন নিউজ চ্যানেলের এক প্রতিবেদককে প্রচণ্ড মারধর করে তালেবান। কাবুলে বেকারত্ব নিয়ে প্রতিবেদন করার সময় তালেবানের রোষের মুখে পড়েন জিয়ার খান ইয়াদ নামে ওই সাংবাদিক ও তার ক্যামেরাম্যান।
এদিকে, সম্প্রতি যুক্তরাস্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন,ইসলামে সংগীত নিষিদ্ধ রয়েছে। একারণে আশা করছি, আমরা এ ধরণের কোনো কাজ না করার বিষয়টি জনগণকে বোঝাতে পারব। তবে চাপ প্রয়োগের মাধ্যমে নয়।’জাবিউল্লাহ মুজাহিদের এ বক্তব্যেই ক্ষেপেছেন গায়ক আদনান সামি।
রবিবার (২৯ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের একটি খবর নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে সঙ্গীতের সুলতান হিসেবে পরিচিত আদনান সামি লিখেন, ‘প্রিয় জাবিহুল্লাহ মুজাহিদ, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি। আপনি আমাকে দেখান যে পবিত্র কোরানের কোথায় উল্লেখ আছে সংগীত হারাম বা ইসলাম পরিপন্থি! আমাকে কোনো একটা হাদীস দেখান, যেখানে মহানবী হযরত মুহাম্মাদ (স.) এমন কিছু উল্লেখ করেছেন। কোথাও নেই।’
ব্রিটেনে জন্ম নেওয়া আদনান সামির এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টটি পড়ে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
পাকিস্তানি বাবা আর জম্মুকাশ্মিরী মায়ের সন্তান আদনান সামির জন্মগ্রহণ, বেড়ে ওঠা ও পড়াশোনা ব্রিটেনেই। বাবা আরশাদ সামি খান ছিলেন বিমান বাহিনীর পাইলট ও পরবর্তীতে পাকিস্তানের রাষ্ট্রদূত হয়ে কাজ করেছেন এক ডজনেরও বেশি দেশে।
পর্যটক ভিসায় ২০০১ সালে ভারতে এসে হিন্দি সংগীত ও চলচ্চিত্রে জড়িয়ে পড়েন আদনান সামি। ২০১৫ সালে ভারত সরকারের কাছে আবেদন করলে পরের বছরই আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়।