নভেম্বর ১৮, ২০২২, ০৮:৩৪ এএম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে বিবিসি এ খবর জানিয়েছে।
উপত্যকার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামের জনবহুল একটি শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন লেগেছে।
স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে বলেছেন, শরণার্থী শিবিরের একটি রান্নাঘর থেকে গ্যাস লিক হয় এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অগ্নিকাণ্ডের ঘটনাকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন।