ন্যাটোকে পূর্ব ইউরোপ ছাড়তে বললো রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২১, ১১:০২ পিএম

ন্যাটোকে পূর্ব ইউরোপ ছাড়তে বললো রাশিয়া

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে পূর্ব ইউরোপ ছাড়তে বলেছে রাশিয়া। এ বিষয়ে আইনি গ্যারান্টি চেয়েছে মস্কো। তারা আরও বলেছে, ইউক্রেনেও কোনো কার্যক্রম চালাতে পারবে না ন্যাটো।

শুক্রবার (১৭ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সাংবাদিকদের এসব জানিয়েছেন।

রিয়াবকভ বলেন, “যুক্তরাষ্ট্র ও ন্যাটো সাম্প্রতিক বছরগুলোতে যে অবস্থান নিয়েছে তা নিরাপত্তা পরিস্থিতিকে আগ্রাসীভাবে বাড়িয়েছে, যা অগ্রহণযোগ্য এবং চরম বিপজ্জনক।”

তিনি বলেন, “ওয়াশিংটন ও ন্যাটো মিত্রদের অবিলম্বে অনির্ধারিত মহড়াসহ আমাদের দেশের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”

কিংস কলেজ লন্ডনের রুশ রাজনীতি বিষয়ের অধ্যাপক স্যাম গ্রিনি টুইটারে লিখেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাবেক সোভিয়েত অঞ্চল ঘিরে সীমারেখা টানছেন এবং দূরে থাকো চিহ্ন বসাচ্ছেন। তার মতে, এটি কোনও চুক্তি নয়, ঘোষণা। কিন্তু এর অর্থ এই নয় যে যুদ্ধের ঘোষণা। এটি মস্কোর অবস্থান স্পষ্ট করছে ওয়াশিংটনকে দূরে রাখার জন্য। প্রশ্ন হলো, এটি কার্যকারিতা হারানোর আগে কতদিন তা বজায় রাখা যাবে?

Link copied!