ভারতে ট্রেন দুর্ঘটনা: ৫১ ঘণ্টা পর সেই লাইনে ট্রেন চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৫, ২০২৩, ০৫:১৪ পিএম

ভারতে ট্রেন দুর্ঘটনা: ৫১ ঘণ্টা পর সেই লাইনে ট্রেন চলাচল শুরু

ভয়াবহ দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর ভারতের ওড়িশায় বালেশ্বরের বাহাঙ্গাবাজার রেল স্টেশনের লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রবিবার (৪ জুন) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে  ওই স্টেশনের ডাউন লাইন দিয়ে প্রথমে একটি মালবাহী ট্রেন বেরিয়ে যায়। ওই সময় ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবসহ একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।

কোনওরকম সমস্যা ছাড়াই ডাউন লাইন দিয়ে ওই মালবাহী ট্রেন যাওয়ার পর মালবাহী ট্রেনের উদ্দেশে হাত নাড়েন রেলমন্ত্রী। ওই সময় আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকেও ধন্যবাদ জানাতে দেখা যায় তাঁকে।

রেলমন্ত্রী বলেন, ‘সবাই কঠোর পরিশ্রম করেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। আমরা ঘটনার মূল কারণ এবং দায়ীদের চিহ্নিত করেছি। তাদের কঠোর শাস্তি দেয়া হবে।’

পরে রাত ১১টা ৩৯ মিনিটে চালানো হয় আরও একটি মালগাড়ি ট্রেন। আপ লাইনে প্রথম ট্রেনটি চালানো হয় রাত ১২টা ৫ মিনিটে।

গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওড়িশার বালেশ্বরের বাহাঙ্গাবাজার স্টেশনের কাছে তিনটি ট্রেনের মধ্যে সংঘটিত দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়। এতে আহত হয়েছেন এক হাজার মানুষ। 

Link copied!