মাঙ্কিপক্স বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৫, ২০২২, ১১:২২ এএম

মাঙ্কিপক্স বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

জরুরি অবস্থা জারির মাধ্যমে মাঙ্কিপক্স নিয়ন্ত্রণে ভ্যাকসিনেশন ও এর চিকিৎসা কার্যক্রমের গতি আরও বাড়ানো হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে, জুলাইয়ের শেষ সপ্তাহে মাংকিপক্সকে কেন্দ্র করে বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও।

এ নিয়ে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সাতবার বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুসারে, দেশটিতে এখন মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৬০০-এর বেশি।

সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে নিউইয়র্কে। এই অঙ্গরাজ্যটির সরকার গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করে। এরপর সংক্রমণের দিক থেকে রয়েছে ক্যালিফোর্নিয়া ও ইলিনিয়স অঙ্গরাজ্য।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এ পর্যন্ত ২৬ হাজার মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে।

Link copied!