আগস্ট ৫, ২০২২, ১১:২২ এএম
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।
জরুরি অবস্থা জারির মাধ্যমে মাঙ্কিপক্স নিয়ন্ত্রণে ভ্যাকসিনেশন ও এর চিকিৎসা কার্যক্রমের গতি আরও বাড়ানো হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে, জুলাইয়ের শেষ সপ্তাহে মাংকিপক্সকে কেন্দ্র করে বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও।
এ নিয়ে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সাতবার বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুসারে, দেশটিতে এখন মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৬০০-এর বেশি।
সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে নিউইয়র্কে। এই অঙ্গরাজ্যটির সরকার গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করে। এরপর সংক্রমণের দিক থেকে রয়েছে ক্যালিফোর্নিয়া ও ইলিনিয়স অঙ্গরাজ্য।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এ পর্যন্ত ২৬ হাজার মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে।