মিয়ানমার: সামরিক সম্পর্ক ছিন্ন করলো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৮, ২০২১, ০৫:৫৩ পিএম

মিয়ানমার: সামরিক সম্পর্ক ছিন্ন করলো অস্ট্রেলিয়া

মিয়ানমারে চলমান সহিংসতা ও নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচি বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যারিজ পায়ান জানান, মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু মানুষের জন্য অষ্ট্রেলিয়া মানবিক সহায়তার উদ্যোগ নেবে। একই সঙ্গে বেসামরিক মানুষের ওপর সহিংসতা চালানো থেকে বিরত থাকতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। নাগরিক অসহযোগ আর নিয়মিত বিক্ষোভে অচল হয়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। বিক্ষোভ দমনে সামরিক সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অর্ধশতাধিক নিহতের কথা জানা গেছে। বেশ কয়েকটি পশ্চিমা দেশ ও জোট ইতোমধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অর্ধশতাধিক বেশি মানুষ নিহতের কথা জানা গেছে।

তারইধারাবাহিকতায়এবারমিয়ানমারেরসঙ্গেসামরিকসম্পর্কছিন্নকরেঅস্ট্রেলিয়ারপররাষ্ট্রমন্ত্রীম্যারিজপায়ানবলেন, ‘আমরামিয়ানমারেরনিরাপত্তাবাহিনীকেধৈর্য্যধারণএবংবেসামরিকনাগরিকদেরবিরুদ্ধেসহিংসতাচালানোথেকেবিরতথাকারআহ্বানঅব্যাহতরাখছি।’

উল্লেখ্য, মিয়ানমারের সঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক যুদ্ধ সংক্রান্ত নয় এমন বিষয়গুলোতে সীমাবদ্ধ ছিলো। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা বিরোধী অভিযানের পরও ওই সম্পর্ক চালিয়ে যায় অস্ট্রেলিয়া।

লন্ডনভিত্তিক বার্মা ক্যাম্পেইনের নির্বাহী পরিচালক আন্না রবার্টস বলেন, ‘অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত এমন একটি প্রশিক্ষণ কর্মসূচির অবসান ঘটিয়ে যা প্রথমেই শুরু করা ঠিক হয়নি।’ তিনি বলেন, আরও ১২টি দেশ মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ ও সহযোগিতার সম্পর্ক বজায় রেখেছে। মিয়ানমারের সেনাবাহিনীকে যারা প্রশিক্ষণ দিচ্ছে তারাই দেশটির সামরিক কর্তৃপক্ষের পক্ষ নিচ্ছে। আর এই সেনাবাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছে।

মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ১২টি দেশের মধ্যে চীন, ভারত, পাকিস্তান ও ইউক্রেন রয়েছে বলে জানায় বার্মা ক্যাম্পেইন। আন্দোলনকারীরা মিয়ানমারের বিরুদ্ধে পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছেন।

সূত্র: আল-জাজিরা,নিক্কে এশিয়া।

Link copied!