মিয়ানমারে জান্তার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জাতিসংঘের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২১, ০৭:৫৩ পিএম

মিয়ানমারে জান্তার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জাতিসংঘের

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে ‘ঐক্যবদ্ধ প্রতিরোধের’ আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শ্র্যানার বার্গেনার। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সামরিক বাহিনীর প্রাণঘাতী সহিংসতা বন্ধ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বার্গেনার বলেন, আমরা মিয়ানমার সামরিক বাহিনীকে এই কাজ আর কতদিন চালিয়ে যেতে দেব? মিয়ানমারের পরিস্থিতি ‘বড় ধরনের মানবিক সংকটের’ দিকে এগিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা এবং মিয়ানমারের জনগণের পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়ানোর ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অটল ও ঐক্যবদ্ধ অবস্থান গুরুত্বপূর্ণ।

এদিকে মিয়ানমারের জান্তা সরকারকে আর্থিকভাবে অচল করতে কর আদায় বন্ধের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার সু চি’র দল এনএলডি ও সেনাবিরোধী অন্য দলগুলোর নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত এ সরকার ‘দ্য কমিটি রিপ্রেজেনটিং পিদংসু হ্লুত্তাও’ (সিআরপিএইচ) এ ডাক দিয়েছেন।

১১ সদস্যের এই কাউন্সিলই মিয়ানমারের সর্বময় ক্ষমতার অধিকারী। এধরনের ছায়া সরকার এক বিবৃতিতে শুল্ক বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর আদায় ও এ সম্পর্কিত সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়।

কাজ বন্ধ করে সব সরকারি কর্মচারিকে নাগরিক অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই সরকারের পক্ষ থেকে। আন্দোলনে যোগ দিতে ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ৭ মার্চ মধ্যরাতের আগে আন্দোলনে যোগ দেওয়া আর না দেওয়া সব কর্মচারির তালিকা তৈরি করা হবে। যারা যোগ দেবে না, তাদের গণশত্রু হিসাবে অভিহিত করা হবে।

সূত্র: আল-জাজিরা।

Link copied!