সিউলে ৮০ বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ বৃষ্টিপাত, ৮ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২২, ০৯:০৭ পিএম

সিউলে ৮০ বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ বৃষ্টিপাত, ৮ জনের মৃত্যু

ঘণ্টার পর ঘণ্টা টানা ভারি বৃষ্টিপাতের ফলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর আশপাশের এলাকাগুলো তলিয়ে গেছে। গত আট দশকের মধ্যে দেশটির রাজধানীতে এমন বৃষ্টিপাত আর দেখা যায়নি। ভয়াবহ বৃষ্টি ও জলাবদ্ধতায় সেখানে ৮ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ছয়জন। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সিউলে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বাড়িঘর, রাস্তা ও পাতাল রেল স্টেশন প্লাবিত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা এবং শত শত লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সিউলভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল কোরিয়া টাইমস ডট কো ডট কেআর  জানায়, স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে সিউলের কিছু অংশে মোট ৪২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে সর্বোচ্চ ৩ মাত্রার জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপ‘র প্রতিবেদনে বলা হয় , সিউলের কিছু অংশ এবং পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইনচিওন ও জিওংগি প্রদেশে গতকাল সোমবার রাতে প্রতি ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। তবে সিউলের ডংজাক জেলায় প্রতি ঘণ্টায় বৃষ্টিপাত একপর্যায়ে ১৪১ দশমিক ৫ মিলিমিটার অতিক্রম করে।  ১৯৪২ সালের পর থেকে এটি সর্বোচ্চ।

ইয়োনহাপ‘র প্রতিবেদনে আরও বলা হয়, প্রবল বর্ষণ ও জলাবদ্ধতায় সিউলে ছয়জন মারা গেছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। এছাড়া জিওংগি প্রদেশে মারা গেছেন দু’জন এবং নিখোঁজ আরও দু’জন।

মুষলধারে বৃষ্টিপাতের ফলের রাজধানী সিউলে গৃহহীন হয়ে পড়েছে অন্তত ১০৭টি পরিবার। স্কুলসহ অন্যান্য সরকারি স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছেন তারা।

ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেছেন, তিনি বন্যাপ্লাবিত একটি এলাকা পরিদর্শন করবেন এবং অতিরিক্ত ক্ষয়ক্ষতি এড়াতে কাজ করবেন।

Link copied!