সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো জোটকে শক্তিশালী করবে: জো বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৯, ২০২২, ১১:১২ পিএম

সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো জোটকে শক্তিশালী করবে: জো বাইডেন

ন্যাটোর সদস্য হতে বাল্টিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড এবং সুইডেনের আবেদনে জোরালে সমর্থন রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালিনা এন্ডারসেন এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি শাউলি নিনিস্তোর সঙ্গে দেশ দুটির ন্যাটোর সদস্য হওয়ার আবেদন নিয়ে আলোচনা করেন বাইডেন।

হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আমেরিকা ও ইউরোপের ৩০টি দেশের সামরিক জোট ন্যাটোর সদস্য হতে প্রয়োজনীয় সব শর্তই পূরণ করেছে এ দেশ দুটি। সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে জোটের ক্ষমতা আরও বাড়বে জানিয়ে, এ সিদ্ধান্তকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ন্যাটোর সদস্য হতে আনুষ্ঠানিক আবেদন করে উত্তর ইউরোপের দেশ দুটি।

 

সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হওয়ার পথে ভেটো দেওয়ার কথা জানিয়েছে তুরুস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান বলেছেন, কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি-পিকেকের মতো জঙ্গি গোষ্ঠী গুলোকে এই দুটি দেশ দীর্ঘদিন ধরে মদদ দিচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দেওয়া বন্ধ না করলে ন্যাটোর সদস্য হতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এরদোয়ান। এ বিষয়ে ন্যাটোর প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেছেন, খুব শিগগিরিই সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য করার বিষয়ে ঐক্যমত্তে পৌছাবে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো।  সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোভুক্তির বিষয়ে তুরস্ককে রাজি করাতে ন্যাটোর প্রতিনিধিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান ন্যাটো প্রধান। 

নিয়মানুযায়ী কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকরে ৩০ সদস্যের ন্যাটোর প্রতিটি সদস্যের ভোট দরকার হয়। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ন্যাটোতে ১৯৫২ সাল থেকে সদস্য তুরস্ক।      

Link copied!