জুলাই ১০, ২০২৩, ০৮:৪৮ পিএম
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিজেদের সদস্য রাষ্ট্র হিসেবে তুরষ্ককে মেনে নিলেই সুইডেনকে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর সদস্য হিসেবে অনুমতি দেবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সোমবার (১০ জুলাই) এমনটাই শর্ত দিয়েছেন বলে রয়টার্স, বিবিসি, সিএনএনসহ বেশ কয়েকটি পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর বৈঠকে যোগদানের উদ্দেশে যাত্রা শুরুর আগে আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুরষ্কের প্রেসিডেন্ট এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, “প্রথমে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের প্রবেশাধিকার নিশ্চিত করলেই ফিনল্যান্ডের মতো ন্যাটোর সদস্য হতে সুইডেনের পথ পরিষ্কার করে দেবে আঙ্কারা।
তুর্কি প্রেসিডেন্ট এসময় আরও বলেন, “ন্যাটোর প্রায় সব সদস্য রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও তুরষ্ক গত ৫০ বছর ধরে সংস্থাটির সদস্য হওয়ার জন্য অপেক্ষা করছে।”
প্রসঙ্গত, চলতি বছরের ১১ জুলাইয়ের মধ্যে সুইডেনকে ন্যাটোর সদস্য রাষ্ট্র করার ব্যাপারে সব সদস্য রাষ্ট্র রাজি থাকলেও তুরষ্ক বেকে বসায় তা সম্ভব হয়নি। ন্যাটোর সংবিধান অনুযায়ি, সদস্য পদ পেতে হলে সব সদস্য রাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয়। এক্ষেত্রে যে কোনো একটি রাষ্ট্র আপত্তি জানালে ন্যাটোর সদস্য হওয়া যায় না। তুরস্ক দীর্ঘ দিন ধরেই সুইডেনের সদস্যপদ প্রাপ্তির বিষয়টি আটকে দিয়ে আসছে। দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিবদমান বিষয় থাকায় সুইডেনকে প্রবেশাধিকার দিচ্ছে না তুরষ্ক।