জানুয়ারি ১৭, ২০২২, ০৯:১২ পিএম
ভয়াবহ সুনামির আঘাতে বিপর্যস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ টোঙ্গায় এবার দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। জাপান, পেরুসহ অন্যান্য দেশেও দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি। বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎবিচ্ছিন্ন বিভিন্ন দেশের বাসিন্দারা।
সুনামির আঘাতে এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
নিউজিল্যান্ড
সুনামির তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে নিউজিল্যান্ড। এরইমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণে টোঙ্গায় একটি বিমান পাঠিয়েছে দেশটির সরকার। সুনামির কারণে 'মারাত্মক' ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। ছাই এবং ময়লার কারণে দেশটিতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
টোঙ্গা
এদিকে, সুনামির উৎপত্তিস্থল টোঙ্গায় ধোয়া, ছাই আর গ্যাসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ। অন্তত এক লাখের বেশি মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন। তবে এখন পর্যন্ত সেখানে কোনো হতাহতের খবর মেলেনি। ক্ষতি কাটিয়ে উঠতে টোঙ্গার পাশে থাকার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
জাপান
টোঙ্গা থেকে আট হাজার কিলোমিটার দূরে জাপান। সুনামির প্রভাব থেকে রক্ষা পায়নি এই দেশটিও। দেশটির আমামিতে আঘাত হেনেছে সুনামি। বাস্তুচ্যুত কয়েক হাজার বাসিন্দা। রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। এদিকে, আরও কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
পেরু
এদিকে, বন্যার পানিতে তলিয়ে গেছে পেরুর অধিকাংশ এলাকা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বন্যার কারণে পানিতে ডুবে যাওয়ার ঘটনাও ঘটেছে শহরটিতে। পেরুতে বন্যার পানিতে তলিয়ে গেছে রিসোর্টও। সমুদ্র তীরবর্তী এলাকার কাছাকাছি অবস্থান না করার নিদের্শ দিয়েছে কর্তৃপক্ষ। পেরুর পাশাপাশি চিলি, ফিজির অবস্থাও ভয়াবহ।