হংকংয়ে টাইফুন ‘কম্পাসু’র তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৩, ২০২১, ১০:২৬ পিএম

হংকংয়ে টাইফুন ‘কম্পাসু’র তাণ্ডব

টাইফুন ‘কম্পাসু’র তাণ্ডবের শিক্ষা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার বন্ধ রেখেছে হংকং। স্থানীয় সময় বুধবার (১৩ অক্টোবর) ভোরে ঘণ্টায় ১০১ কিলোমিটার গতিতে হংকংয়ের উপকূল অতিক্রম করে টাইফুন কম্পাসু। ভারি বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে তলিয়ে যায় শহরটির উত্তরাঞ্চল।

এরইমধ্যে উপকূল এবং নিম্নাঞ্চল থেকে বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। যারা বাড়ি ছাড়তে নারাজ তাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যথাযথ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, টাইফুনের গতিবেগ বর্তমানে ঘণ্টায় ৮৩ কিলোমিটার। এর ঘূর্ণবেগ ঘণ্টায় ১০১ কিলোমিটার। পর্যবেক্ষকরা জানান, বুধবার বিকাল নাগাদ কমে আসবে ঝড়ের শক্তি; পরিণত হবে নিম্নচাপে।

কর্তৃপক্ষ জানায়, কম্পাসুর কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস। একইসঙ্গে নিচু এলাকায় অবসবাসরত নাগরিকদের নিরাপদে থাকতে বলা হয়েছে। এরইমধ্যে হংকংয়ে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

এদিকে হংকং অতিক্রম করে হাইনান প্রদেশের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুনটি। বুধবারই প্রদেশটির উপকূলে আঘাত হানবে কম্পাসু। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে সবধরনের প্রস্তুতি। সাগর থেকে জেলেদের নিরাপদে থাকতে বলা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় অঞ্চল থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে, ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে কম্পাসু। প্রাণ হারান দেশটির কমপক্ষে ১১ জন; এখনো নিখোঁজ ৭ বাসিন্দা।

সূত্র: রয়টার্স।

Link copied!