১১৯ বছর বয়সে মারা গেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কানী তানাকে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২২, ১১:৩৯ পিএম

১১৯ বছর বয়সে মারা গেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কানী তানাকে

১১৯ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কানী তানাকা মারা গেছেন। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তানাকের মৃত্যুর খবর জানিয়েছে। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বলছে, তারা এ মৃত্যুর খবরে শোকাহত। ২০১৯ সালে তানাকাকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী হিসেবে রেকর্ড তালিকায় নাম ওঠায় গ্রিনেস। তার মৃত্যুতে গ্রিনেস লিখেছে, ১১৬ বছর ২৮ দিন বয়সে ২০১৯ সালে তিনি জীবিত মানুষের মধ্যে সবচেয়ে বেশি বয়সী হিসেবে রেকর্ড করেন।

চলতি মাসের শুরু থেকে তানাকা নানা ধরণের শারিরীক জটিলতায় ভুগছিলেন বলে তার পরিবার জানায়। ১৯০৩ সালে জন্ম নেন তানাকা। ১৯ বছর বয়সে একজন দোকানদারকে বিয়ে করেন তিনি। ১০৩ বছর বয়স পর্যন্ত পারিবারিক দোকানের ব্যবসা দেখাশুনা করতেন। ক্যান্সারে আক্রান্ত হয়েও দুইবার তিনি সুস্থ হয়েছেন। জীবদ্দশায় তিনি ২টি বিশ্ব যুদ্ধ দেখেছেন। ২০২০ সালের তথ্যানুযায়ী, জাপানে প্রতি ১ হাজার ৫শ ৬৫ জনের মধ্যে ১ জনের বয়স ১০০ এর বেশি। যাদের মধ্যে ৮৮ শতাংশ নারী। প্রত্যাশিত গড় আয়ু নারীদের ৮৭ দশমিক ৪৫ বছর। অন্যদিকে পুরুষের ৮১ দশমিক ৪ বছর।

গ্রিনেস রেকর্ড অনুযায়ী, বিশ্বে তার থেকে বেশি বছর পর্যন্ত বেচেঁছিলেন মাত্র ১ জন। ফ্রান্সের জিনে কালমেন্ট ১২২ বছর পর্যন্ত বাঁচেন। ১৯৯৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।

Link copied!