২,৯৪৩টি কনটেন্ট সরাতে গুগলকে অনুরোধ বাংলাদেশ সরকারের

জাতীয় ডেস্ক

মে ৫, ২০২৪, ০৯:১৯ পিএম

২,৯৪৩টি কনটেন্ট সরাতে গুগলকে অনুরোধ বাংলাদেশ সরকারের

প্রতীকী ছবি

২০২৩ সালের শেষ ৬ মাসে ২ হাজার ৯৪৩ কনটেন্ট সরাতে গুগলকে অনুরোধ করেছে বাংলাদেশ। এসব কনটেন্টের বেশির ভাগই ইউটিউবে প্রকাশ হওয়া ভিডিও। এই অনুরোধ করেছে পুলিশ ও বিচার বিভাগসহ সরকারের বিভিন্ন সংস্থা।

যেসব কনটেন্ট সরানোর অনুরোধ করা হয়েছে, তার মধ্যে ৫২ শতাংশই সরকারের সমালোচনা ক্যাটাগরি এবং ১৭৫টি মানহানি-সংক্রান্ত। সরকারের এসব অনুরোধের ৫৮ দশমিক ৬ শতাংশে ক্ষেত্রে তেমন কোনো ব্যবস্থাই নেয়নি গুগল।

২০১১ সাল থেকে বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে আসা এই ধরনের অনুরোধের বিস্তারিত প্রকাশ করে আসছে গুগল। ২০২৩ সালের জুলাই-ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এসব কনটেন্ট সরাতে সবচেয়ে বেশি অনুরোধ করেছে তথ্য ও যোগাযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ প্রভৃতি। পাশাপাশি পুলিশ, বিচারিক আদালত ও অন্যান্য সংস্থাও কনটেন্ট সরাতে অনুরোধ করেছে গুগলের কাছে।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে মোট ১২ হাজার ৫৬৯টি কনটেন্ট সরাতে সরকারের পক্ষ থেকে অন্তত ৩ হাজার ৭৬৬টি অনুরোধ করা হয়েছে।

Link copied!