সারা দেশে ১,১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৯, ২০২৩, ১২:১৩ পিএম

সারা দেশে ১,১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংগৃহীত ছবি

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় শুক্রবার সারা দেশে ১ হাজার ১৫১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।

‘স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে In Aid to the Civil Power-এর আওতায় অদ্য ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে আগামী ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকাসহ সারা দেশের নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।’

Link copied!