দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯৮৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা। রোববার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আগামীকাল সোমবার থেকেই চালু হবে স্বর্ণের নতুন এই দাম।
নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি ১ লাখ ১৪ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেটের ভরিপ্রতি ৯৭ হাজার ৮০৩ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম ৮০ হাজার ৮৬৭ টাকা নির্ধারিত হয়েছে।
এর আগে গতকাল শনিবার যা ছিল ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।