চার দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২১৪ জন, বাতিল অর্ধশত

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৩, ২০২৩, ০৬:১৬ পিএম

চার দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২১৪ জন, বাতিল অর্ধশত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে চতুর্থ দিনে ৯৯ জনের মধ্যে ৪৬ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা ফেরত পাননি ৫০ জন। আর সিদ্ধান্ত জানানো হয়নি ৩ জনের। এ নিয়ে গত চার দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২১৪ জন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির কার্যক্রম শুরু হয়। এদিন ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হয়। প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় দেন।

প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। সেখানে ৩২ জন নামঞ্জুর হয় এবং সিদ্ধান্ত হয়নি ৬ জনের। দ্বিতীয় দিন ৫১ প্রার্থিতা ফিরে পেলেও নামঞ্জুর হয় ৪১ জন এবং সিদ্ধান্ত হয়নি ৮ জনের। আর তৃতীয় দিনে ৬১ জন প্রার্থিতা ফিরে পায়। নামঞ্জুর হয় ৩৫ জনের এবং সিদ্ধান্ত হয়নি ৩ জনের।

এমওএস হয়নি ৮ জনের। আর তৃতীয় দিনে ৬১ জন প্রার্থিতা ফিরে পায়। নামঞ্জুর হয় ৩৫ জনের এবং সিদ্ধান্ত হয়নি ৩ জনের।

Link copied!