দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৪, ০৬:১৯ পিএম

দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পর একজন নিহত হন।

গতকাল শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় ঘটে।

নিহতরা হলেন, জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের রাজু আহমদের ছেলে রেদওয়ান আহমদ ফুয়াদ (১৮)। প্রসঙ্গত উল্লেখ্য, ফুয়াদ বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেল দুই দিক থেকে আসছিল। গাড়ি দুটিই বেপরোয়া গতিতে ছিল। মুহিদপুর এলাকায় এ দুটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটলে আদিল, জাকারিয়া ও মিলন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন।’

বিয়ানীবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, ‘অন্য মোটরসাইকেলের আরোহী বিয়ানীবাজারের রেদওয়ান আহমদ ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।’

Link copied!