কর্মসূচিতে না থাকায় খুলনায় বিএনপির ৮ শীর্ষ নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৪, ২০২৩, ১০:৪২ এএম

কর্মসূচিতে না থাকায় খুলনায় বিএনপির ৮ শীর্ষ নেতাকে শোকজ

বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে অনুপস্থিত থাকায় খুলনার ছয়টি উপজেলার বিএনপির শীর্ষ আট নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শোকজপ্রাপ্তরা হলেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও রূপসা উপজেলার আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, তেরখাদা উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কওসার আলী, কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক মোমরেজুল ইসলাম, দাকোপ উপজেলা বিএনপির আহ্বায়ক অসিত কুমার সাহা, ফুলতলা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সেলিম সরদার, তেরখাদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন এবং ফুলতলা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মনির হাসান টিটো।

খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, সরকার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সারাদেশের মতো খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। এ অবস্থায় দলের পদধারী কেউ নিষ্ক্রিয় থাকবেন না। এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিরোটলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি নিজেই বিষয়টি তদারকি করছেন। কেন্দ্রের নির্দেশে কয়েকজনকে শোকজ করা হয়েছে।

বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে অনুপস্থিত থাকায় খুলনার ছয়টি উপজেলার বিএনপির শীর্ষ আট নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সম্প্রতি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু হোসেন ও সদস্যসচিব এস এম মনিরুল হাসানের স্বাক্ষরিত চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে এই নেতাদের সঠিক কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

Link copied!