শরিকদের জন্য নৌকা হারালেন আওয়ামী লীগের যারা

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৭, ২০২৩, ০৬:২৪ পিএম

শরিকদের জন্য নৌকা হারালেন আওয়ামী লীগের যারা

ফাইল ছবি

জাতীয় পার্টিকে মোট ২৬টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। আর ১৪ দলীয় জোটের নেতাদের ৬টি আসন ছেড়ে দিয়েছে দলটি। এ আসনগুলোতে নৌকা প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে আওয়ামী লীগ। 

রবিবার (১৭ ডিসেম্বর) আসন ছাড়ের তালিকার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্ত্রী জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরকে ঢাকা-১৭ আসন ছেড়ে দেওয়া হয়েছে। শেরীফা কাদের সংরক্ষিত মহিলা আসনের এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ছিলেন।

মনোনয়ন প্রত্যাহার কারীরা হলেন, ঠাকুরগাঁও-৩ মো. ইমদাদুল হক,  নীলফামারী-৩ মো. গোলাম মোস্তফা, নীলফামারী-৪ মো. জাকির হোসেন বাবুল, রংপুর-১ মো. রেজাউল করিম রাজু, রংপুর-৩, তুষার কান্তি মন্ডল, কুড়িগ্রাম-১ , মো. আছলাম হোসেন সওদাগর,  কুড়িগ্রাম-২ মো. জাফর আলী, গাইবান্ধা-১, আফরুজা বারী, গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি, বগুড়া-২ তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ মো. সিরাজুল ইসলাম খান রাজু, সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু, পটুয়াখালী-১ মো. আফজাল হোসেন,  বরিশাল-৩ সরদার মো. খালেদ হোসেন, পিরোজপুর-৩ মো. আশরাফুর রহমান,  ময়মনসিংহ-৫ ,মো. আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ মো. আব্দুছ ছাত্তার, কিশোরগঞ্জ-৩মো. নাসিরুল ইসলাম খান , মানিকগঞ্জ-১ মো. আব্দুস সালাম,  ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান, হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ মো. শাহজাহান আলম,  ফেনী-৩ মো. আবুল বাশার,  চট্টগ্রাম-৫ মোহাম্মদ আবদুস সালাম,  চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ।

অন্যদিকে বগুড়া-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের এ কে এম রেজাউল করিম তানসেন, রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বরিশাল ২-তে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, পিরোজপুর-২ এ জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর-৪ এ জাসদের মোশাররফ হোসেনকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এই আসনগুলোয় আগে যারা ছিলেন- বগুড়া-৪ মো. হেলাল উদ্দিন কবিরাজ , রাজশাহী-২, মোহাম্মদ আলী , কুষ্টিয়া-২, (প্রার্থিতা দেয়নি আওয়ামী লীগ) বরিশাল-২, তালুকদার মো. ইউনুস, পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস ও লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলি।

এদের মধ্যে আফজাল হোসেন ও শাহজাহান আলম গত নভেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। কিন্তু সংসদ অধিবেশন শেষ হওয়ায় তাঁরা এক দিনও যোগ দিতে পারেননি।

Link copied!