পর্তুগালে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জন্য দুঃসংবাদ

জাতীয় ডেস্ক

জুন ৪, ২০২৪, ১০:০৪ এএম

পর্তুগালে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জন্য দুঃসংবাদ

পর্তুগালের আইনসভা

খুব দ্রুত পরিবর্তন হতে চলেছে পর্তুগালের অভিবাসন নীতিমালা। এটা কার্যকর হলে ভ্রমণ ভিসা কিংবা অন্য কোনো পদ্ধতিতে পর্তুগালে গিয়ে অভিবাসন সুবিধা নেওয়ার পথ সংকুচিত হলো।

বিষয়টি নিয়ে শঙ্কায় আছেন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা।

গতকাল সোমবার (৩ জুন) অভিবাসন ইস্যুতে ৪১টি প্রস্তাব পাশ করেন কাউন্সিল মিনিস্টার। এরপর তা দেশটির প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হয়।

এতদিন ভ্রমণ ভিসায় কিংবা অন্য কোনোভাবে পর্তুগালে এসে কাজের চুক্তি করলে বৈধ হওয়ার সুযোগ পাওয়া যেত। এ কারণে অনুন্নত দেশ থেকে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের পর্তুগালে যাওয়ার হিড়িক ছিল। কিন্তু নীতিমালা কার্যকর হলে সেই সুবিধা আর পাওয়া যাবে না।

তবে পর্তুগালের দরজা বন্ধ হচ্ছে না জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো বলেন, “পর্তুগালের দরজা বন্ধ হচ্ছে না। তবে যেমন অরক্ষিত ছিল এখন আর তেমন থাকবে না। ওয়ার্ক পারমিট ভিসায় পর্তুগাল আসা যাবে, তবে থাকতে হবে কাজের কন্ট্র্যাক্ট ও আবাসনের নিশ্চয়তা। চাকরি বা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকেও দেওয়া হবে কঠোর নির্দেশনা।”

Link copied!