রোহিঙ্গা প্রত্যাবাসনের ফর্মুলা দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৩, ২০২৩, ১১:১৮ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনের ফর্মুলা দিল বিএনপি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি ২ বার সাফল্য দেখালেও আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। এই ইস্যুতে সাফল্যের জন্য ১৬টি পরিকল্পনা দিয়েছে বিএনপি। জাতিসংঘ ও আসিয়ানভুক্ত দেশের সাহায্য নেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের যুক্ত করার প্রস্তাব দেয়া হয় এই পরিকল্পনায়। 

রবিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির আয়োজিত রোহিঙ্গা সংকট এবং প্রত্যাবাসনের কর্মপরিকল্পনা শীর্ষক এক সেমিনারে কি নোট উপস্থাপনায় এই পরিকল্পনার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু আরও বলেন, ২০১৭ সালে আওয়ামী লীগ তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্দিহান থাকার কারণে সূ চি সরকারের সাথে প্রত্যাবাসনের চুক্তি করতে ব্যর্থ হয়। রোহিঙ্গাদের ওপর অত্যাচার ও গণহত্যার দায় মিয়ানমার সরকারের ওপর পড়ে। কিন্তু আওয়ামী লীগ কূটনৈতিক  তৎপরতায় ব্যর্থ হওয়ার কারণে প্রত্যাবাসন সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ১৯৭৮ সালে ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯২ সালে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করেন।

বর্তমানে দাতা সংস্থাগুলো এই ইস্যু থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যার ফলে এই ইস্যু আরও প্রকট আকারে ধারণ করবে। এই পরিস্থিতি মোকাবিলায় মোট ১৬টি পরিকল্পনা দিয়েছে বিএনপি। 

আন্তর্জাতিক কমিটির সাথে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান ও ওআইসির সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

শুধু দাতব্য অর্থ নয় বরং রোহিঙ্গাদের কর্ম পরিকল্পনা রাখতে আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, চাহিদা অনুসারে তাদের কাজে লাগালেও স্থানীয় মানুষের কোনো কষ্ট না হয় সে বিষয়ে নজর রাখা জরুরি। 

সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যু নিয়ে পাশ্ববর্তী দেশগুলোর সাথে কোনো ধরনের আলাপ পর্যন্ত করেননি। এমনকি যখন দেশগুলোতে গিয়েছিল তারা রোহিঙ্গা শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। উল্টো বিএনপির নেতাকর্মীদের মামলা হয়রানিতে তারা মনোনিবেশ করেছে।

এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন- এই কমিটির সদস্য বাবুল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

Link copied!