সড়ক দুর্ঘটনায় শিশু বিজ্ঞানী তারিফের মৃত্যু

জাতীয় ডেস্ক

মে ৮, ২০২৪, ১০:২৭ এএম

সড়ক দুর্ঘটনায় শিশু বিজ্ঞানী তারিফের মৃত্যু

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় সিএনজি-ট্রাকের সংঘর্ষে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া শিশু বিজ্ঞানী তাহের মাহমুদ তারিফ (১৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তারিফ ঈশ্বরদী পৌর শহরের নারিচা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। সে ঈশ্বরদী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষা অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল।

এ বিষয়ে পাকশী হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান বলেন, “মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে পাবনায় যাচ্ছিলেন তারিফ। পথিমধ্যে দাশুড়িয়ার কালিকাপুর নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারিফ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে  তারিফের মৃত্যু হয়।

ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম বলেন, “বিজ্ঞানের সামগ্রী কেনার জন্য তারিফ পাবনা যাচ্ছিল। মাঝে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়।”

এ বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, “আমরা একজন ক্ষুদে বিজ্ঞানী ও মেধাবী শিক্ষার্থী হারালাম।”

উল্লেখ্য, ২০২১ সালে ৮ জুন ঈশ্বরদীর ইউএনও কার্যালয়ে সাংবাদিকদের অক্সিজেন জেনারেটরটির উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেন তারিফ। ২০২২ সালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে তাকে ‍‍`শেখ রাসেল‍‍` পুরস্কৃত করা হয়। 

Link copied!