নরসিংদীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০

জাতীয় ডেস্ক

মে ৮, ২০২৪, ০৩:৩৮ পিএম

নরসিংদীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০

দ্যা রিপোর্ট ডট লাইভ

নরসিংদীতে ভোটকেন্দ্র দখল করাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (৮ মে) সকাল ৯টার দিকে সদর উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কেন্দ্র দখলের চেষ্টার সময় সদর উপজেলা পরিষদ আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরের সমর্থকদের সাথে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ৪০ মিনিট পর পুনরায় ভোট গ্রহণ চালু করা হয়।

প্রিজাইডিং অফিসার কাউছার আহমেদ বলেন, “দুইপক্ষের সংঘর্ষের ফলে ভোট গ্রহণ ৪০ মিনিট বন্ধ থাকে। পরবর্তীতে পুনরায় চালু হয় কেন্দ্রটি। এ ছাড়া সদর উপজেলা মূলপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে র‌্যাব সদস্যরা তাদের কেন্দ্র থেকে সরিয়ে দেয়। এ সময় কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের বেশ কয়েকজন সমর্থককে কেন্দ্রের ভেতরে অবস্থান করতে দেয়া যায়। পরে র‌্যাব সদস্যরা তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়।”

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, “নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। একটি কেন্দ্রের বাইরে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।” 

Link copied!