কোনো জোটে যাব না, আসন না পেলেও আপত্তি নাই : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২৩, ০২:৫৪ পিএম

কোনো জোটে যাব না, আসন না পেলেও আপত্তি নাই : চুন্নু

এবার ৩০০ আসনে প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি। ছবি : জাতীয় পার্টি প্রেস উইং

সঠিকভাবে যদি নির্বাচন হয় তাহলে আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। আমরা এবার কোনো জোট-মহাজোট-কোনো কিছুতে নাই। সঠিকভাবে নির্বাচন হলে আমরা যদি একটি আসনও না পাই তাহলে কোন আপত্তি থাকবে না। 

রবিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

চুন্নু আরও বলেন, ‘এখন যত অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেগুলো মূলত নির্বাচনকে কেন্দ্র করে। এই সমস্ত মারামারি, হানাহানি না হোক এটাই আমরা চাই।’ 

জাপা মহাসচিব আরও বলেন, ‘৯০ সালে এরশাদ সরকারের পতনের নাম করে আওয়ামী লীগ, বিএনপি ও বামজোট বলেছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তবে এই ৩৩ বছরে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি।’

রাষ্ট্রপতির সাথে রওশন এরশাদের সাক্ষাৎ প্রসঙ্গে চুন্নু জানান, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ। কেননা এখানে কোনো রাজনৈতিক আলাপ হয়নি। আসলেই রাজনৈতিক সংকট কাটবে কিনা দলগুলো কোনো সংলাপ করবে কিনা সেগুলো উল্লেখ করা হয়নি। তাই এটা স্রেফ সৌজন্য সাক্ষাৎ বাদে আর কিছুই না।

Link copied!