জাতীয় পার্টির চেয়ারম্যান কে- এই নিয়ে দিনভর নাটকীয়তা

শামস তারেক আজিজ

আগস্ট ২৩, ২০২৩, ০৪:৩৯ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান কে- এই নিয়ে দিনভর নাটকীয়তা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান কে হবেন, এ নিয়ে মঙ্গলবার সারাদিন জুড়ে ঘটেছে নানা ঘটনা। দেওয়া হয়েছে একাধিক বিবৃতি। সকালে নিজেকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান উল্লেখ করে রওশন এরশাদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ পায়। পরবর্তীতে দলটির মহাসচিব গণমাধ্যমে এর পাল্টা একটি বক্তব্য পাঠালে এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। যদিও এসবের পর বিকেলে  রওশন এরশাদ সবকিছু অস্বীকার করেন।

জাপা’র দশম জাতীয় কাউন্সিল ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির প্রধান পৃষ্ঠপোষক, বেগম রওশন এরশাদ একটি বিবৃতির মাধ্যমে বর্তমান চেয়ারম্যান জি.এম. কাদেরকে দল থেকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান উল্লেখ করেছেন, এমন সংবাদ ছড়িয়ে পড়ে। সেই বিবৃতিটিতে জানানো হয়, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখতে বেগম রওশন এরশাদ চেয়ারম্যানের এ দ্বায়িত্ব গ্রহণ করেছেন। 

এর আগে মেয়াদোত্তীর্ণ কমিটি, বিভিন্ন মামলা মোকাদ্দমা, দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের অভিযোগে চেয়ারম্যান পদ থেকে জি.এম. কাদেরকে অব্যাহতি দেওয়া হয়। 

তবে বিকেলে এই বিজ্ঞপ্তিটিকে মিথ্যা উল্লেখ করে গণমাধ্যমে এক বিবৃতি প্রদান করেন দলটির মহাসচিব, মুজিবুল হক চুন্নু। তিনি “এটি দলের বহিস্কৃতদের কারসাজী” উল্লেখ করেন। তিনি দাবি করেন, দলের কয়েকজন কো-চেয়ারম্যানের সাথে তার কথা হলেও তারা এধরণের কোন সিদ্ধান্তে স্বাক্ষর প্রদানের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি আরও যোগ করে বলেন, “যে কেও ইচ্ছে করলেই চেয়ারম্যান হতে পারবে না কিংবা চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া যাবে না।” এসবকিছুর পর দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ চেয়ারম্যান হবার ঘোষণাটি অস্বীকার করে একটি গণমাধ্যমকে বলেন, "দলপ্রধান নই, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আমি।" তিনি আরও বলেন, সকালের চিঠিতে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণাটি লিখার কথা ছিল। কিন্তু ভুলবশত দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণের চিঠি গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে।

এর আগে, গত ৭ই ডিসেম্বর পার্টির দুই প্রেসিডিয়াম সদস্য ও ৪ কো-চেয়ারম্যানের উপস্থিতিতে স্বাক্ষরিত বিবৃতিতে পার্টির চলমান সংকট মোকাবেলায় রওশন এরশাদকে ভূমিকা রাখতে আহবান জানানো হয়েছিলো।  

দলের নিয়ন্ত্রণ নিয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম স্ত্রী রওশন ও ছোট ভাই কাদেরের  মধ্যে দ্বন্দ্ব অনেক দিন ধরেই। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান, জিএম কাদেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে অবস্থান করছেন । প্রতিনিধি দলটির আজ দিল্লি থেকে ঢাকা ফেরার কথা রয়েছে।

Link copied!