সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন ফরম বিক্রি করবে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২৩, ০৮:৪৩ পিএম

সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন ফরম বিক্রি করবে জাতীয় পার্টি

জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান ধোঁয়াশা থাকলেও মনোনয়ন বিক্রি শুরু হবে সোমবার। সাক্ষাৎকার নিয়ে বিভাগভিত্তিক মনোনয়ন দিবে দলটি বেলা ১১টা হতে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম দেওয়া হবে। রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি- ২ খন্দকার দেলোয়ার জালালী এ কথা জানান। 

তিনি জানান, জাতীয় পার্টির মনোনয়ন ফরমের মূল্য হবে ৩০ হাজার টাকা। এছাড়া নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের সাথে সাক্ষাৎকার নেয়াও হবে বলে জানান তিনি। এছাড়া দুটি বিভাগ করে আলাদা আলাদা দিনে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

মনোনয়ন ফরম বিতরণের সময়সূচি:-

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় হতে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।

* প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ:- (প্রতিদিন দুই বিভাগ করে সকাল ১০ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত)

১। ২৪ নভেম্বর, শুক্রবার ২০২৩- রংপুর ও রাজশাহী বিভাগ।

২। ২৫ নভেম্বর, শনিবার ২০২৩- খুলনা ও বরিশাল বিভাগ।

৩। ২৬ নভেম্বর, রবিবার ২০২৩ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ। -

৪। ২৭ নভেম্বর, সোমবার ২০২৩ চট্টগ্রাম ও সিলেট বিভাগ।

* ২৮ নভেম্বর, মঙ্গলবার ২০২৩ জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। 

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্তের কথা জানানোর পরপরই দল এমন তথ্য জানালো। 
ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Link copied!