ফের কেবিনে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০১:৪৫ এএম

ফের কেবিনে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে রেডিওলজি বিভাগের সিটি স্ক্যান রুম হয়ে কেবিনে ফেরত আনা হয়েছে। এর আগে শুক্রবার বেলা ১২টার দিকে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় সিসিইউতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের নেতা শামসুদ্দিন দিদার।

খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত রোববার রাতে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। পরে আবার তাঁকে কেবিনে দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দলের চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। এতে বলা হয়েছে, খালেদা জিয়ার জন্য দলের পক্ষ থেকে আজ বাদ জুমা সারা দেশে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

৭৮ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিতসাধীন খালেদা জিয়ার অবস্থা ‘সংকটজনক’ জানিয়ে দ্রুত তাকে বিদেশে পাঠানোর আবারো দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে শুক্রবার বিকালে এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানান।

Link copied!